চট্টগ্রামের আনোয়ারায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার বরুমছড়া আখতারুজ্জামান চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম) ও কাজী মোজাম্মেল হকের (আনারস) সমর্থকদের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তৌহিদুল হক চৌধুরীর সমর্থক জাহিদ হাসান ও মামুন মাথায় গুরুতর আঘাত পান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।