হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. রিপন প্রধানিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় (ধারা-৭) রিপনকে অপহরণের অপরাধে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, ৫০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু। তিনি জানান, মামলাটি তিন বছর ধরে চলার সময়ে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে আসামির উপস্থিতিতে আদালত রায় দেন। 

কারাদণ্ড পাওয়া আসামি রিপন প্রধানিয়ার বাড়ি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে। 

মামলা থেকে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিতেন রিপন। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। তার বাবা রিপনকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এতে রিপন আরও ক্ষিপ্ত হন। ২০২০ সালের ২৬ মে ওই স্কুলছাত্রী একটি দোকানে জিনিসপত্র কিনতে যায়। এ সময় রিপন ও তাঁর সহযোগীরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই ছাত্রীকে পান করান। এ সময় রিপন তাকে ধর্ষণ করেন। 

স্কুলছাত্রীর বাবা জানান, তিনি মেয়েকে তুলে নেওয়া হয়েছে জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীকালে তিনি ঘটনার দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি জানান এবং থানায় রিপনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার এবং তাঁর মেয়েকে উদ্ধার করে।

মামলাটির তদন্ত করেন তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সরকারি সহকারী কৌঁসুলি ছিলেন খোরশেদ আলম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ বি এম সানা উল্লাহ।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির