হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পদত্যাগের পর এক সপ্তাহ কর্মবিরতি শেষে চালু হয়েছে চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম। এতে গত ২৪ ঘণ্টায় মারামারি, ভাঙচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ বিভিন্ন কারণে শতাধিক অভিযোগ ও জিডি করেছেন ভুক্তভোগীরা। 

আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় থানা এলাকার ভুক্তভোগী লোকজন এসব অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম। 

গত সোমবার বেলা ১১টায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ কাজে নামে। তখন শহরের শপথ চত্বরে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন রাজনৈতিক নেতারা। 

থানায় সেবা নিতে আসা আব্দুর রহিম নামের একজন বলেন, ‘আমার মেয়ে কয়েক দিন আগে নিখোঁজ হয়। পুলিশের কর্মবিরতির কারণে থানায় জিডি করতে পারিনি। কার্যক্রম চালু হওয়ায় থানায় এসে জিডি করেছি।’ 

সোবহান গাজী নামের আরেক সেবাপ্রত্যাশী বলেন, ‘সম্পত্তিগত কারণে থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের কর্মবিরতির কারণে ফেরত আসতে হয়েছে।’ 

সদরের হানারচর এলাকার আবুল মাস্টার বলেন, ‘গত ৫ আগস্ট দুর্বৃত্তরা আমার ব্যবসাপ্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু আমি থানার কার্যক্রম চালুর বিষয়টি জানি না। যে কারণে এসপি (পুলিশ সুপার) বরাবর অভিযোগ দিয়েছি। এখন থানায় অভিযোগ দেব।’ 

ওসি মুহসীন আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় জনতার পুলিশ কাজ করছে। পুলিশের কর্মবিরতির কারণে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। কার্যক্রম শুরু হওয়ার গত ২৪ ঘণ্টায় মারামারি, ভাঙচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ বিভিন্ন কারণে শতাধিক অভিযোগ ও জিডি করেছেন ভুক্তভোগীরা।’ 

ওসি মুহসীন আলম আরও বলেন, ‘অভিযোগ ও জিডিগুলো থানার কর্মকর্তাদের মধ্যে বণ্টন করা হয়েছে। দ্রুত এগুলো সমাধানের জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার প্রথম দিনে কোনো মামলা হয়নি।’ কার্যক্রম কয়েক দিন চলার পর অভিযোগের সংখ্যা কমবে বলে জানান ওসি।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির