হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীর ফাঁদে ফেলে প্রবাসীর টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নারীর ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণের পর তাঁর কাছ থেকে মোবাইল, টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চক্রটির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মে) রাতে বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবক হলেন—নেত্রকোনার আটপাড়া থানার ইসমাইলের ছেলে মো. ইমরান (২৪)। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় থাকেন তিনি। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে জানান, প্রবাসে থাকাকালে ফেসবুকে এক নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির পরিচয় হয়। এ সময় তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গত ১৫ মে তিনি দেশে ফেরার খবর পেয়ে তাঁকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে ওই নারী। দেশে ফেরার পর গত ২৪ মে তাঁদের মধ্যে দেখা হয়। তখন ঘুরতে যাওয়ার কথা বলে সেই নারী প্রবাসীকে বায়েজিদে জিএম বাংলো পাহাড়ে নিয়ে যায়। 

সেখানে আগে থেকে ওত পেতে ছিল ৭-৮ জন যুবক। এই চক্রটির সঙ্গে ওই নারীর আগে থেকেই যোগসাজস ছিল। পরে প্রবাসীকে আটকে রেখে তাঁর কাছ থেকে আইফোন, ঘড়ি, দশ হাজার বিদেশি মুদ্রা ও নগদ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। 

তাঁরা বিকাশের মাধ্যমে আরও ৩২ হাজার টাকা তাঁর জোরপূর্বক নিয়ে নেয়। এই ঘটনায় থানা-পুলিশ অভিযোগ পেয়ে একজন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রবাসীর ছিনিয়ে নেওয়া আইফোন ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল