হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীর ফাঁদে ফেলে প্রবাসীর টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নারীর ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণের পর তাঁর কাছ থেকে মোবাইল, টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চক্রটির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মে) রাতে বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবক হলেন—নেত্রকোনার আটপাড়া থানার ইসমাইলের ছেলে মো. ইমরান (২৪)। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় থাকেন তিনি। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে জানান, প্রবাসে থাকাকালে ফেসবুকে এক নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির পরিচয় হয়। এ সময় তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গত ১৫ মে তিনি দেশে ফেরার খবর পেয়ে তাঁকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে ওই নারী। দেশে ফেরার পর গত ২৪ মে তাঁদের মধ্যে দেখা হয়। তখন ঘুরতে যাওয়ার কথা বলে সেই নারী প্রবাসীকে বায়েজিদে জিএম বাংলো পাহাড়ে নিয়ে যায়। 

সেখানে আগে থেকে ওত পেতে ছিল ৭-৮ জন যুবক। এই চক্রটির সঙ্গে ওই নারীর আগে থেকেই যোগসাজস ছিল। পরে প্রবাসীকে আটকে রেখে তাঁর কাছ থেকে আইফোন, ঘড়ি, দশ হাজার বিদেশি মুদ্রা ও নগদ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। 

তাঁরা বিকাশের মাধ্যমে আরও ৩২ হাজার টাকা তাঁর জোরপূর্বক নিয়ে নেয়। এই ঘটনায় থানা-পুলিশ অভিযোগ পেয়ে একজন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রবাসীর ছিনিয়ে নেওয়া আইফোন ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির