হোম > সারা দেশ > চট্টগ্রাম

তথ্য উপদেষ্টার ওপর হামলা: নিন্দা জানালেন সিইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর এক শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা।

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ ও আবাসন-সংকট নিরসনের দাবিতে গতকাল বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়ই নয়, এটা দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধের শামিল। অথচ শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে তাঁদের দাবিদাওয়া শুনতে বড় মন নিয়ে উপস্থিত হয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রের একজন প্রতিনিধির ওপর এ ধরনের হামলা দেশকে অস্থিতিশীল করার অংশ হয়ে থাকতে পারে। আন্দোলনের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা অনাকাঙ্ক্ষিত।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত