হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবদল কর্মী খুন: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে খেলার টার্ফ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহতের মামলায় নাজিম উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নাজিম চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার শফি ভান্ডারির ছেলে ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি। 

বাকি আসামিরা হলেন মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, জাশেদুর রহমান নওশাদ, মো. আলফাজ, আবির রহমান রুবেল, ফয়সাল মোরশেদ, মো. ফাহিম, মো. জাহেদ, মো. নয়ন, মো. হাছান ওরফে ঢাকাইয়া হাছান, মো. পারভেজ, জয়নাল আবেদিন সাকিবসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘টার্ফ নিয়ে দ্বন্দ্বে জুবায়ের উদ্দিন বাবু নিহতের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর শুক্রবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।’ 

এর আগে শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের সামনে খেলার টার্ফ (মাঠ) দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষি সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান। 

ওই হত্যাকাণ্ডের ঘটনার পর রাতে সংঘর্ষে জড়িত নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কৃত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দেশি অস্ত্রশস্ত্রসহ টার্ফের মালিকপক্ষ, আয়োজক কমিটি ও দর্শকদের ওপর হামলা করে। এ সময় টার্ফের ভেতরে থাকা জুবায়ের উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত