কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় এলাকায় একটি জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ২ নম্বর ব্লু হারবাল ফিশিং লিমিটেড মামুনুর রশিদের জেডিতে হামিদা দোজা কোম্পানির এমবি ডব্লিউ ক্রিস্টাল ৮ নামের জাহাজে আগুন লাগে।
চাক্তাই রামা বাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে জাহাজটি এ জেটিতে পড়ে আছে। দুপুরের দিকে শ্রমিকেরা জাহাজের ভেতর মট তৈরির সময় আগুন ধরে যায়। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামিদা দোজা লিমিটেডের ম্যানেজার এস এম মাঈনুদ্দিন বলেন, দুই বছর আগে জাহাজটি সাগরে ডুবে গিয়েছিল। উদ্ধার করে জেটিতে নিয়ে আসা হয় জাহাজটি। শ্রমিকেরা মেরামত কাজ করার সময় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে আনে।