হোম > সারা দেশ > চট্টগ্রাম

বউত ভালা লার বেগ্গুনেরে দেখি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ গ্রামবাসী, পাড়া–প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কাটান আনন্দময় কিছু সময়। সরকারপ্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।

আজ বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারী উপজেলার নিজ গ্রাম বাথুয়ায় পৈতৃক বাড়িতে যান ড. ইউনূস। সেখানে তিনি দাদা–দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। পরে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘বউত ভালা লার বেগ্গুনেরে দেখি। বউত দিন বাদে এন্ডে আইলম...।’

ড. ইউনূস স্মৃতিচারণায় বলেন, ‘শৈশব, কৈশোর, প্রাথমিক পাঠের দিনগুলো এই গ্রামেই কেটেছে। আজ সমাবর্তনের সুবাদে আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন।’ মাঝে মাঝে গ্রামবাসীর সঙ্গে মজাও করেন তিনি।

এর আগে তিনি হাটহাজারীর গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।

দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকালে বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং বন্দর ও নৌপরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. ইউনূস। পরে মহানগরীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত সভায় অংশ নেন। একই দিনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমির দলিল হস্তান্তর করেন তিনি। বিকেলে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫