হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালী ভোটকেন্দ্রে এমপি মোস্তাফিজ অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সকালের দিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুরের পরে উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আসার পর প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকেরা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিনি বেরিয়ে আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িতেও হামলা করে লোকজন। এতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আহত হন। 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী কেন্দ্র পরিদর্শনে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশের সহযোগিতায় তিনি সেখান থেকে চলে যান।’ 

একই সময়ে উপজেলার পুঁইছুড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আস্করিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবি, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় স্থানীয় কাউন্সিলর আব্দুল গফুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে। 

এই বিষয়ে কথা বলতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরল এলাকায় এমপির প্রতিপক্ষের সমর্থকেরা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্র থেকে নিয়ে আসে।’ 

চট্টগ্রাম-১৬ আসন ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় এলাকা। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ৮৭৬ জন, নারী এক লাখ ৭২ হাজার ৮৯৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প