হোম > সারা দেশ > চট্টগ্রাম

অর্থ আত্মসাতের মামলায় এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে। 

জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন। 

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। 

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে। 

উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন। 

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার