হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে পিকআপ-বাস সংঘর্ষে ২ শ্রমিকের মৃত্যু, আহত এক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপ-বাসের সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। উক্ত দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১ নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। আহত দিলীপ কুমার চৌধুরী (৪৫) একই ইউনিয়নের ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় রাস্তার পাশে মিনি পিকআপে ডেকোরেশনের মালামাল তোলার সময় হাটহাজারী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাস ডেকোরেশন মালিক ও শ্রমিকসহ তিনজনকে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। 

আহত অবস্থায় উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসক তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নাছির উদ্দিন ও মো. রুবেল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, আহত তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত দিলীপ কুমারকে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট