হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুকুরে ভাসছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বজনদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’ 

রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’ 

এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’ 

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত