হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র ও সরঞ্জামসহ কারিগর আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, এখান থেকে তৈরি অস্ত্র কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আজ শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহিন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য বলে র‍্যাব জানিয়েছে। 

র‍্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি করে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

আনোয়ার সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের আরও তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। তাঁরা দীর্ঘদিন ঈদগড়ের গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিলেন। এ কারখানায় তৈরি অস্ত্রগুলো চক্রটি কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করে আসছে। 

সাজ্জাদ হোসেন আরও বলেন, পলাতক অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের