হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদে স্পিডবোট ডুবি: শিশুসহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার ৮ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটের নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুজন নিখোঁজ এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে। 
 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন স্পিডবোটের চালক বেলাল উদ্দিন এবং সেন্ট মার্টিন পূর্বপাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)। বোটটির মালিক সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ। 
 
ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা স্পিডবোটটি শাহপরী দ্বীপের উদ্দেশে রওনা দেয়। বোটটি নাফ নদের মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকে। 

একপর্যায়ে স্থানীয় জেলেরা নৌকা ও একটি স্পিডবোটে ভাসমান অবস্থায় আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান ইউএনও। 

নিখোঁজ শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের বহন করা স্পিডবোটটি শাহপরীর দ্বীপ আসার পথে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। এতে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়।’

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে আর্মড পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অপহরণ মামলায় বন্দী ৭ বছরের শিশুকে আদালতের আদেশে মুক্তি

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি, নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআরও

কর্ণফুলীতে আগুনে পুড়ল তিনটি ঘর

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা