সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ শুরু হয়। পরে জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা, মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘দেশের মেধা দেশেই থাক, কোটা প্রথা নিপাত যাক’, ‘১০০ ভাগ কোটা চাই, নাগরিকের অধিকার নাই’, ‘আপস না রাজপথ, রাজপথ, রাজপথ’ প্রভৃতি স্লোগানে মুখরিত করেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন গানের মাধ্যমে কোটা প্রথার প্রতিবাদ জানান তাঁরা।
সমাবেশে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মালেক বলেন, ‘মুক্তিযোদ্ধারা নিশ্চয় নিজেদের সন্তান আর নাতি-নাতনির কোটার জন্য লড়াই করেননি। তাঁরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরাও ৫৬ শতাংশ কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আজ আপিল বিভাগে এ বিষয়ের ওপর শুনানি হয়নি। তার মানে আগের রায় বহাল রাখা হয়েছে। আমরাও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবেন। তবে কোনো বিশৃঙ্খলা হলে আমরা অ্যাকশনে যাব।’