হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বীজতলা থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বোরো ধানের বীজতলা থেকে এক কিশোরের হাতের রগ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাড়িউড়া নোয়াবাড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশের খালসংলগ্ন বীজতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ওই কিশোরের নাম সোহেল (১৫)। সে উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পথচারী ও স্থানীয় কয়েকজন কৃষক বীজতলায় কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছেলেটিকে হত্যা করে এখানে ফেলে রেখেছে।

নিহতের ছোট ভাই সুমন জানান, গত বুধবার বিকেলে অটোরিকশাটি মালিককে বুঝিয়ে দিবে বলে বাড়ি থেকে বের হয় আমার ভাই। পরে আর সে বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নোয়াবাড়ি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের খালের পাড়ে মানুষের ভিড় দেখতে পেয়ে সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে