হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় রশিদা খাতুন (৪৫) নামের এক নারীকে কাঠ ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে রশিদাকে তাঁর জামাতা হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

আজ রোববার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে। রশিদা খাতুনও ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তির স্ত্রী হাফসা আকতার বলেন, ‘দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়ি চলে আসি। অভাব–অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এর মধ্যে আমার স্বামী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার ওপর চাপ সৃষ্টি করেন।’

হাফসা আকতার বলেন, ‘সকালে আমার স্বামী আমার বাবার বাড়ি এসে মা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় মাকে কাঠ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৈয়বুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান