হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইজতেমা থেকে ট্রেনে চড়ে ঘুমের ঘোরে ঢাকার শিশু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ট্রেনে চড়ার পর ঘুমের ঘোরে ইজতেমা থেকে চট্টগ্রামে চলে আসা ঢাকার এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওমর ফারুক (১২) নামের ওই শিশুকে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা-পুলিশ। ওই শিশু ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া এলাকার আবু আলমের ছেলে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে এক ব্যক্তি শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি নিজের বাসার নাম-ঠিকানা বলতে পারছিল না। সে শুধু উত্তরখান এলাকাটি বলতে পারে। পরে আমরা দেশের সব থানায় ইনফর্ম করা শুরু করি। একপর্যায়ে উত্তরখান থানা থেকে রেসপন্স পাওয়ার পর শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। আজ সোমবার সকালে শিশুটিকে তার বাবার জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’

এর আগে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া মো. সালমান ভূঁইয়া বলেন, ‘নিজের কাজ শেষ করে পুরোনো রেলওয়ে স্টেশন হয়ে বাসায় ফিরছিলাম। তখন ওই শিশুকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখি। তাকে জিজ্ঞেস করার পর সে বলে, পথ হারিয়ে সে ট্রেনে করে নাকি এখানে এসেছে। মূলত সে টঙ্গী বিশ্ব ইজতেমায় গিয়েছিল। সেখান থেকে ট্রেনে করে বাসায় ফেরার সময় পথে ঘুমিয়ে পড়ে। এরপর আমি তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির