হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইজতেমা থেকে ট্রেনে চড়ে ঘুমের ঘোরে ঢাকার শিশু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ট্রেনে চড়ার পর ঘুমের ঘোরে ইজতেমা থেকে চট্টগ্রামে চলে আসা ঢাকার এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওমর ফারুক (১২) নামের ওই শিশুকে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা-পুলিশ। ওই শিশু ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া এলাকার আবু আলমের ছেলে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে এক ব্যক্তি শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি নিজের বাসার নাম-ঠিকানা বলতে পারছিল না। সে শুধু উত্তরখান এলাকাটি বলতে পারে। পরে আমরা দেশের সব থানায় ইনফর্ম করা শুরু করি। একপর্যায়ে উত্তরখান থানা থেকে রেসপন্স পাওয়ার পর শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। আজ সোমবার সকালে শিশুটিকে তার বাবার জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’

এর আগে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া মো. সালমান ভূঁইয়া বলেন, ‘নিজের কাজ শেষ করে পুরোনো রেলওয়ে স্টেশন হয়ে বাসায় ফিরছিলাম। তখন ওই শিশুকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখি। তাকে জিজ্ঞেস করার পর সে বলে, পথ হারিয়ে সে ট্রেনে করে নাকি এখানে এসেছে। মূলত সে টঙ্গী বিশ্ব ইজতেমায় গিয়েছিল। সেখান থেকে ট্রেনে করে বাসায় ফেরার সময় পথে ঘুমিয়ে পড়ে। এরপর আমি তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসি।’

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী