হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় অবাধে নিধন হচ্ছে চিংড়ি মাছের রেণু

চাঁদপুর প্রতিনিধি

জাটকা রক্ষার অভিযানে ব্যস্ত প্রশাসন। এই সুযোগে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চিংড়ির রেণু ধরছেন জেলেরা। চাঁদপুর সদর উপজেলার হানারচর ও চান্দ্রা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে প্রকাশ্যে ধরা হচ্ছে এসব চিংড়ি মাছের রেণু। 

মেঘনা নদী উপকূলীয় বাখরপুর গুচ্ছগ্রামে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা জেলা থেকে আসা চিংড়ির রেণু ধরার কাজে নিয়োজিত অর্ধশতাধিক জেলে। তাঁরা দুই মাসের জন্য এই গুচ্ছগ্রামে এসে কয়েকভাবে সরকারি ঘরে আশ্রয় নিয়েছেন। আবার কয়েকটি গ্রুপ খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে থাকছে। রেণু ধরে খুলনা ও সাতক্ষীরা জেলায় পাচার করছেন তাঁরা। 

স্থানীয়দের অভিযোগ, চিংড়ি পোনা ধরে এনে আশ্রয়কেন্দ্রের পুকুরে জমা করে রাখছেন ড্রাম ও জালের মধ্যে। তাঁদের এই কাজে সহযোগিতা করছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তাজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা শাহ আলমসহ বেশ কয়েকজন। অভিযোগ রয়েছে, শাহ আলম, তাজুল ইসলামসহ কয়েকজন টাকার বিনিময়ে তাঁদের এখানে আশ্রয় দিয়েছেন। 

এ বিষয়ে তাজুল ইসলাম ও শাহ আলম বলেন, ‘আমরা আশ্রয় না দিলেও তাঁরা কোনো না-কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিল করে চিংড়ির রেণু ধরবে। আমরা তাঁদের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেই না। যারা বলছেন, এটা মিথ্যা কথা।’ 

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞার সময় যেকোনো মাছ ধরাই সম্পূর্ণ নিষেধ। যারা মাছের রেণু ধরছে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে কথা বলার জন্য চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি