হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল দোকানে, নিহত ১ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় সুধীর দাশ (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের দুই যাত্রী। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

ওসি বলেন, নোয়াখালী থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি মহাসড়কের মদনহাট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সুধীর দাসকে চাপা দেয়। পরে বাসটি মহাসড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা দুই যাত্রী আহত হয়। দুর্ঘটনা পরবর্তীতে আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা পরবর্তীতে বাসচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির