হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় ধসে চকরিয়ায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজপাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ সাবিদ ও এক বছর বয়সী মেয়ে তাবাসছুম। 

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসে বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বরইতলী সবুজপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে নাজিম উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন। সোমবার বিকেলে টিনশেড বাড়ির শোয়ার ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দুই শিশু সাবিদ ও তাবাসছুমের মৃত্যু হয়। 

 এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ