হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় ধসে চকরিয়ায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজপাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ সাবিদ ও এক বছর বয়সী মেয়ে তাবাসছুম। 

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসে বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বরইতলী সবুজপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে নাজিম উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন। সোমবার বিকেলে টিনশেড বাড়ির শোয়ার ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দুই শিশু সাবিদ ও তাবাসছুমের মৃত্যু হয়। 

 এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল