হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় ধসে চকরিয়ায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজপাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ সাবিদ ও এক বছর বয়সী মেয়ে তাবাসছুম। 

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসে বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বরইতলী সবুজপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে নাজিম উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন। সোমবার বিকেলে টিনশেড বাড়ির শোয়ার ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দুই শিশু সাবিদ ও তাবাসছুমের মৃত্যু হয়। 

 এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির