হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের দুই বন্ধু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন আব্দুল কাইয়ুম ও তারেক। কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। গঙ্গাসাগর সেতু অতিক্রম করার সময় ট্রেনের ছাদে বসে ওই চার যুবক টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেতুর ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে তাঁরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকের মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ওই চার বন্ধু ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত যুবকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫