ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মডার্ন ডায়াগনস্টিক হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার সুলতানার ছোট মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। ডেঙ্গুতে মারা যাওয়া শিশুটির নাম ইসবাহ সুলতানা (৮)। গতকাল শনিবার বিকেল দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
ডা. কামরুন নাহার সুলতানা বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। তাঁর স্বামীর নাম মো. খালেক মিয়া।
মডার্ন ডায়াগনস্টিক হাসপাতালের কর্ণধার নাসির উদ্দিন বলেন, বাঞ্ছারামপুরে দীর্ঘদিন ধরে তিনি সরকারি চাকরি করতেন। রোগী দেখার জন্য আমাদের হাসপাতালে আসতেন। গতকাল শনিবার ওনার মেয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।