হোম > সারা দেশ > কক্সবাজার

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে ৩ মামা-ভাগনের মৃত্যু

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের দরগাহ পাড়ায় বাড়ির পাশে পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে তিন মামা-ভাগনে মারা গেছেন। আজ বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা তিনজনই দুপুরের দিকে ওই এলাকার নাশি খাল নামের একটি ছড়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

নিহতরা হলেন, ওই এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. ওমর ফারুক (২০) ও মো. দেলোয়ার (১৭) এবং তাদের ভাগনে একই এলাকার আবছার কামালের ছেলে মোহাম্মদ মোর্শেদ (১৬)।

ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আলম জানান, তিন যুবক ঢলের পানিতে ভেসে যাওয়ার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তাঁরা তিনজনেই মামা-ভাগনে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর রামুর দমকল বাহিনী ও চট্টগ্রামের ডুবুরি দল দল মরদেহ উদ্ধার করে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, দুপুরের দিকে দুই মামা ও এক ভাগনে মাছ ধরতে পাশের ছড়ায় নামেন। এ সময় তাঁদের একজন ছড়ায় ঢলের পানিতে ভেসে যাচ্ছিল। তাঁকে বাঁচানোর জন্য আরও দুজন ঝাঁপিয়ে পড়েন। এতে তিনজনই ঢলের তোড়ে ভেসে গিয়ে মারা যায়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল