হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর সাগরে লাইফবোটের ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার যাত্রীরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ। 

মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’ 

ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফবোট গুলিয়াখালী ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝসাগর আটকে যায়। বোটটি আটকে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে বোটে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হাবিব খান নামে বোটে আটকে পড়া একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে তাঁদের উদ্ধারে সহায়তা চান। পরে জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাঁদের উদ্ধার করা হয়।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প