চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’