হোম > সারা দেশ > চাঁদপুর

টয়লেট থেকে নববধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৩

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে টয়লেট থেকে মিতু বেগম নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী অপু, শাশুড়ি পারভীন ও ননদ রুমিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী পুল এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

গৃহবধূ মিতু বেগম সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়ার হাফেজ খানের মেয়ে। 

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুল রশিদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা, এএসআই মোর্শেদ ও মো. আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। 

স্থানীয়রা জানান, টয়লেটের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া সম্ভব নয়। মরদেহের অর্ধেক শরীর টয়লেটের মেঝেতে ঝোলানো অবস্থায় ছিল। মরদেহটি দেখে মনে হয়েছে, কেউ তাঁকে মেরে ঝুলিয়ে রেখেছে। 

গৃহবধূর চাচা আলম খান জানান, সাড়ে ৩ মাস আগে অপুর সঙ্গে মিতুর বিয়ে হয় ঢাকার উত্তরায় মিতুর খালার বাড়িতে। 

গৃহবধূর স্বামী অপু বলেন, চাকরির সুবাদে ফরিদগঞ্জ পৌরসভায় কাজে ছিলাম। হঠাৎ বাড়ি থেকে ফোন আসে মিতু ফাঁসি দিয়েছে। এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে কাজ ফেলে বাড়িতে চলে আসি। 

নিহত গৃহবধূর বাবা হাফেজ খান বলেন, ‘কেউ যদি আমার মেয়েরে মাইরা থাকে, তাহলে তার হত্যার বিচার চাই।’ 

চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের