হোম > সারা দেশ > খাগড়াছড়ি

বিয়ের ৮ মাস পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে রাবেয়া বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়াংটিলা গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রাবেয়া বেগম পার্শ্ববর্তী ভূজপুর থানার মতিন নগর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। আট মাস আগে গ্রামের আবুল খায়েরের ছোট ছেলে মহিউদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

নিহতের স্বামী মহিউদ্দীন দাবি করেন, রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তাঁর স্ত্রী। তিনি কাজের কারণে ছাগলনাইয়া ছিলেন। তবে তাঁর স্ত্রী প্রচণ্ড রাগী বলে জানান তিনি। 

নিহত রোকেয়ার বাবা মো. হানিফ জানান, খবর পেয়ে ছুটে এসেছেন। মেয়েও আগে কিছু জানায়নি। সব পরিবারে টুকটাক ঝামেলা থাকেই তবে এটা কি হত্যা না আত্মহত্যা তিনি জানেন না। 

রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেক বলেন, ‘ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।’ 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির