হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আরও দুজন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

আজ বুধবার বেলা ২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।

নিহতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের মো. ইমারত হোসেন (৪০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার মোহাম্মদ রিদুয়ান (২১) ও হলদিয়াপালং ইউনিয়নের আক্তার হোসেন (২০)।

এর মধ্যে ইমারত হোসেন উখিয়া উপজেলার ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। এ ছাড়া নিহত অপর দুইজন মোটরসাইকেল আরোহী এবং কলেজ শিক্ষার্থী।

আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত ইজিবাইকের চালক জয়নাল আবেদীন (৩২)। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার মোহাম্মদ শফিরবিল এলাকায় টেকনাফ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে আহত মোহাম্মদ রিদুয়ান ও আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির