হোম > সারা দেশ > নোয়াখালী

পুলিশের হেফাজত থাকা আসামি ছিনতাই, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫ 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ওই এলাকার দুই ইউপি সদস্যের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

গতকাল শনিবার বিকেলে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর (ছিলোনীয়ায়) এ ঘটনা ঘটে। সন্ধ্যায় সেনবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। 

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, সেনবাগ থানার সহকারী পরিদর্শক (এসআই) আল আমিন, উপপরিদর্শক (এএসআই) শ্রীবাস চন্দ্র দে, কনস্টেবল রনি বড়ুয়া, গ্রাম পুলিশ আবদুল মন্নান, গ্রাম পুলিশ সুজন পাল। 

এদিকে পলাতক আসামির নাম মনির হোসেন (৩৫)। তিনি বাবুপুর শ্রীপুরের (ছিলোনীয়া) নুর মোহাম্মদ প্রকাশ রুকু মিয়ার ছেলে। 

এদিকে ঘটনার দিন রাতেই পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাত ৩টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাদপুর থেকে হাতকড়াসহ পলাতক আসামি মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ রোববার দুপুরে আসামি মনির হোসেনকে নোয়াখালীর আদালতে পাঠানো হয়েছে। 

আহত সহকারী পরিদর্শক আল আমিন আজকের পত্রিকাকে জানান, তেজগাঁও থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক মনির হোসেনকে স্থানীয় ইসহাক মিয়ার চা দোকান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার হোসনেয়ারার নেতৃত্বে ৪০ / ৫০ জন উচ্ছৃঙ্খল লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেন। দুজন প্রতিনিধি পুলিশকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় কার পারমিশনে পুলিশ এ এলাকায় এসেছেন জানতে চান তাঁরা। 

স্থানীয় একাধিক সূত্র আজকের পত্রিকাকে জানান, সেনবাগের উত্তর জনপদের মাদক সম্রাজ্ঞী হোসনেয়ারার নেতৃত্বে মাদক কেনা-বেচাসহ নানা অপরাধ গড়ে উঠেছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে মানববন্ধন করলে একাধিকবার হোসনেয়ারাকে গ্রেপ্তার করা হয়। পরে জেল থেকে বের হয়ে মহিন উদ্দিন কসাই মহিনকে বিয়ে করেন হোসনেয়ারা। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর ওয়ার্ড থেকে সাধারণ ও সংরক্ষিত আসনে তাঁরা স্বামী-স্ত্রী দুজনই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি আজকের পত্রিকাকে জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অপরাধে ১০ জন নামীয়সহ অজ্ঞাত ২৫ / ৩০ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করা হয়েছে। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের