হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অটল থাকব: ভারপ্রাপ্ত সভাপতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল নির্মাণ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অটল থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল হারুণের স্মরণসভায় যোগ দিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, `সিআরবিতে হাসপাতালে নির্মাণ বিষয়ে কোনো কোনো গণমাধ্যম অনুমাননির্ভর খবর প্রচার করছে। বলা হচ্ছে, সিআরবি ইস্যুতে আমি মিলে গেছি। এটা সত্য নয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমারও দায়িত্ব রয়েছে। দলের কেউ যদি ভুল পথে যান, তাঁকে বুঝানোর দায়িত্বও আমার আছে, তাই বলে বিভ্রান্তি ছড়াবেন না।' তিনি সিআরবিতে হাসপাতাল নির্মাণ ইস্যুতে কারও সাথে কোনো ভুল বুঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেছেন। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, সিআরবিতে হাসপাতালের বিষয়ে প্রধানমন্ত্রীর কনসার্ন আছে। এটা সরকারের প্রকল্প। আমরা এর পক্ষেই থাকব। এর বিরুদ্ধে যার খুশি সেই আন্দোলন করুক। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা প্রমুখ। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা