হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈধর চেয়ে অবৈধ অস্ত্র জোগাড় করা অনেক সহজ: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ‘বৈধ অস্ত্রের চেয়ে অবৈধ অস্ত্র অনেক সহজে জোগাড় করা যায়। শুটিংয়ের অস্ত্র জোগাড় করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি।’ আজ শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবে শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটে অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু শুটিং মূলত মনস্তাত্ত্বিক খেলা। কমনওয়েলথ গেমসে শুটিং ক্রীড়ায় সর্বপ্রথম স্বর্ণপদক অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে।

সালেহ্ মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশের প্রথম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী হয়েছে এই ক্লাবের সদস্য। নতুন শুটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাদের নিয়মিত অনুশীলন করানো হবে। আমাদের ক্লাবে অস্ত্রের সমস্যা রয়েছে, সেটা সমাধানে আমরা নানান জায়গায় চেষ্টা করছি। আমরা দল বেঁধে এনবিআর চেয়ারম্যানের কাছে দেব। কোনো কিছু একটা ক্লাবের জন্য করতে হবে।’

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন ইভেন্টে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুটিং প্রতিযোগিতায় মিডিয়া ইভেন্টে প্রথম হন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জমির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেলস প্রমুখ। 

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে