হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈধর চেয়ে অবৈধ অস্ত্র জোগাড় করা অনেক সহজ: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ‘বৈধ অস্ত্রের চেয়ে অবৈধ অস্ত্র অনেক সহজে জোগাড় করা যায়। শুটিংয়ের অস্ত্র জোগাড় করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি।’ আজ শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবে শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটে অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু শুটিং মূলত মনস্তাত্ত্বিক খেলা। কমনওয়েলথ গেমসে শুটিং ক্রীড়ায় সর্বপ্রথম স্বর্ণপদক অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে।

সালেহ্ মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশের প্রথম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী হয়েছে এই ক্লাবের সদস্য। নতুন শুটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাদের নিয়মিত অনুশীলন করানো হবে। আমাদের ক্লাবে অস্ত্রের সমস্যা রয়েছে, সেটা সমাধানে আমরা নানান জায়গায় চেষ্টা করছি। আমরা দল বেঁধে এনবিআর চেয়ারম্যানের কাছে দেব। কোনো কিছু একটা ক্লাবের জন্য করতে হবে।’

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন ইভেন্টে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুটিং প্রতিযোগিতায় মিডিয়া ইভেন্টে প্রথম হন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জমির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেলস প্রমুখ। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির