হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ 

চবি প্রতিনিধি

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষ। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। যা দেড় ঘণ্টা ধরে চলে। 

ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের কক্ষ দখলে রাখা, গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে অন্তর্কোন্দল চলছিল। গতকাল একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে আসলে দেলোয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে ১৫ জনের মতো চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে পাঁচজনের মাথায় আঘাত লেগেছে। একজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছেন। আলাওল হলের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা দেলোয়ার হোসেন ও আল-আমিনকে একাধিকবার ফোন দিলেও তাঁরা রিসিভ করেননি।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন