হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেমের সম্পর্ক অস্বীকার করায় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: 

প্রেম ঘটিত কারণে মিরসরাইয়ে আব্দুল আউয়াল বাকের (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। 

নিহত শিক্ষার্থীর আব্দুল আউয়াল বাকের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। সে উপজেলার নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল। 

নিহতের স্বজনেরা জানান, আব্দুল আউয়াল বাকেরের সঙ্গে নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে নিয়ে সে কয়েক দিনে আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ঘুরতে গিয়েছিল । বিষয়টি তখন মেয়ের ভাই দেখে ফেলে। গত সোমবার বাকের ওই মেয়ের সঙ্গে আবার দেখা করতে যায়। তখন মেয়ের ভাই ও বন্ধুরা মিলে বাকেরকে মারধর করে। এ সময় মেয়েটিও প্রেমের সম্পর্ক অস্বীকার করে। 

বাকেরের বড় বোন আরবের নেছা আনিকা বলেন, আমার ভাইয়ের সঙ্গে তার স্কুলের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির প্রেমের সম্পর্ক অস্বীকার করায় আমার ভাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে। 

জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সকাল ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট