হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বিয়ের প্রলোভনে চট্টগ্রামের কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দিন মুন্না (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার উপজেলার চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন নোয়াখালী জেলার রামচন্দ্র এলাকার বাসিন্দা এবং নগরীর পাঁচলাইশ এলাকার একটি কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী চট্টগ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত ওই যুবক। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত মঙ্গলবার রাতে ভিকটিমের মা-বাবা ঘরের বাইরে থাকার সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে ঘরে ঢুকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। আজ (বুধবার) কর্ণফুলী থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার যুবককে আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প