হোম > সারা দেশ > চাঁদপুর

সরকারি সিরিঞ্জ মিলল ডায়াগনস্টিক সেন্টারে, মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরে সরকারি চিকিৎসাসেবার কাজে ব্যবহারের জন্য বরাদ্দ ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এই ঘটনায় সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকার নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক বলেন, বাজার তদারকির অংশ হিসেবে শহরের শহীদ মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তখন প্রতিষ্ঠানটিতে আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকা হবে বলে অঙ্গীকার করা হয়। পরে সরকারি সিরিঞ্জগুলো জব্দ করা হয়। এগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জন অফিসে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক ইমরান।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি