চাঁদপুর গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এদিনে চাঁদপুরে একদিনে আরও ৩৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৭৫৯ টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪৪.২৬ %।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১৯ জন, হাজীগঞ্জের ২৬ জন, ফরিদগঞ্জের ৪৪ জন, মতলব উত্তরের ১২ জন, মতলব দক্ষিণের ১২ জন, শাহরাস্তির ৬২ জন, কচুয়ার ২৩ জন ও হাইমচরের ৩৮ জন রয়েছেন।
একই দিনে ৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৪ জন, ফরিদগঞ্জের ৯ জন, হাজীগঞ্জের ৮ জন, মতলব দক্ষিণের ২ জন, হাইমচরের ৩ জন ও কচুয়ার ২ জন।
সূত্র আরও জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৭৪৩ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।