হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড ইকোপার্কের জঙ্গল থেকে ৩ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের জঙ্গলে হারিয়ে যাওয়া তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার অভিযান চালিয়ে থেকে তাদের উদ্ধার করা হয়। 

তাঁরা হলেন জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও আলাউদ্দিন (৩৬)। তিনজনেই সোনালী ব্যাংক নোয়াখালী শাখার কর্মকর্তা। এর আগে আজ শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক ঘুরতে আসেন তারা। পরে পার্কের ভেতরে পথ হারিয়ে গহিন জঙ্গলে আটকা পড়েন। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নোয়াখালী সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা জামাল উদ্দিন, সঞ্জয় বণিক ও আলাউদ্দিন আজ (শুক্রবার) দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক ঘুরতে আসেন। তাঁরা পার্কের ভেতরে ঘোরার সময় হঠাৎ জঙ্গলে মধ্যে পথ হারিয়ে ফেলেন। 

এই সময় তাঁরা একাধিকবার চেষ্টার পরও পথ খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা গহিন জঙ্গলে পথ হারানোর বিষয়টি জানানোর পাশাপাশি তাদের উদ্ধারে সহায়তা পেতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। 

কে এম রফিকুল ইসলাম আরও বলেন, বিষয়টি তিনি জানার পর পথ হারানো পর্যটকদের উদ্ধারে ইকোপার্কে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠান। ফায়ার সার্ভিস সদস্যরা টানা এক ঘন্টা ইকোপার্কের পাহাড়ে অভিযান চালিয়ে গহিন জঙ্গলে আটকা পড়া তিন পর্যটককে উদ্ধার করেন। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকেরা ঝরনা দেখতে যাওয়ার সময় পথ হারিয়ে ইকোপার্কের গহিন জঙ্গলে ঢুকে পড়েন। বিষয়টি তিনি জানার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। টানা এক ঘন্টা গহিন জঙ্গলে অভিযান চালিয়ে আটকে পড়া তিন পর্যটককে উদ্ধার করেন। পরে তিন পর্যটক তাদের গন্তব্যে ফিরে গেছেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল