হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্তে আরও ১৪ জনকে পুশ ইন বিএসএফের

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে পুশ ইন করা ১৪ জনকে বিজিবির তত্ত্বাবধানে তাইন্দং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে এদের পুশ ইন করা হয়। পরে স্থানীয়রা এদের দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়।

২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এই ১৪ জন এখন তাইন্দং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। পুশ ইন করা এই দলটির মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। জানা গেছে, এদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে আটক করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বিএসএফ যাদের পুশ ইন করেছে, তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেই ক্ষেত্রে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯০ জনকে পুশ ইন করে বিএসএফ।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল