হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন নৌ-রুটের পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারির নিজস্ব ঘাটে নোঙর করা অবস্থায় আগুন লাগে। 

এদিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাহাজের সংশ্লিষ্টরা। 

সংশ্লিষ্ট ধারণা করছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে জাহাজের ওপরের অংশ পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে। 
 
স্থানীয়, ফায়ার সার্ভিস ও জাহাজ সংশ্লিষ্টরা জানান, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের দুটি পর্যটকবাহী জাহাজ নিজস্ব ঘাট দিয়ে টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করে। কিন্তু এ বছর মিয়ানমার সীমান্তে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও নাফ নদীর নাব্যতা সংকট দেখিয়ে সরকার টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। 

এ অবস্থায় ঘাটে নোঙরে থাকা জাহাজে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে জাহাজ সংশ্লিষ্ট ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে জাহাজের বেশ কিছু অংশ ক্ষতি হয়েছে। এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে। 

কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ইনচার্জ শাহ আলম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। আগুনে জাহাজের ওপরের অংশ-পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ টাকা ক্ষতি হয়েছে। 

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা