হোম > সারা দেশ > চাঁদপুর

নার্সারি থেকে ৮ মাসে অর্ধকোটি টাকা আয়ের আশা

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।

সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী। 

নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি। 

বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।

ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ। 

ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব। 

এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি। 

হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০