হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। আজ সোমবার সকালে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা–পুলিশ। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সিআইডি পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তাঁর দুজন ছেলে সন্তান রয়েছে। রুপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা লিটন হাজারা বলেন, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি পেশায় রং মিস্ত্রি। রোববার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, ‘নাসির উদ্দীন দেওয়ান তাঁর স্ত্রী রুপা বেগমকে ধারালো দা দিয়ে গলা জবাই করে হত্যা করেছে এমন খবরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন আমাদের সাথে সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক তদন্তের কাজ শুরু করেছে।’

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত