হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। আজ সোমবার সকালে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা–পুলিশ। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সিআইডি পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তাঁর দুজন ছেলে সন্তান রয়েছে। রুপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা লিটন হাজারা বলেন, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি পেশায় রং মিস্ত্রি। রোববার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, ‘নাসির উদ্দীন দেওয়ান তাঁর স্ত্রী রুপা বেগমকে ধারালো দা দিয়ে গলা জবাই করে হত্যা করেছে এমন খবরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন আমাদের সাথে সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক তদন্তের কাজ শুরু করেছে।’

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা