হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন বাঙালিদের

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন এলাকায় বাঙালিদের ভূমি দখল, বাগান-বাগিচা কেটে ঘরবাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাটনা শিবির ভূমি রক্ষা কমিটি। আজ বুধবার সকালে রামগড় বাজারের হাই প্লাজা এলাকায় এই মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে রামগড় বাজারের হাই প্লাজা এলাকায় এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত এলাকার নারী-পুরুষেরা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ইউপিডিএফ সন্ত্রাসীদের মদদে বহিরাগত পাহাড়িরা এসব ভূমি দখল করছে বলে অভিযোগ করেন।

বাটনা শিবির ভূমি রক্ষা কমিটির সভাপতি মো. ইউনুচের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোল্লা, রামগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বশর, ভুক্তভোগী ভূমি মালিক আমিনুল হক সওদাগর, মো. হানিফ, মুজিবুল হক প্রমুখ।

মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, বাঙালিদের দখল হওয়া রেকর্ডীয় ভূমি উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করাসহ গুচ্ছগ্রামবাসীর পুনর্বাসন নিশ্চিত করা ইত্যাদি।

ইউপিডিএফ সন্ত্রাসীদের মদদে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে নিরীহ পাহাড়িদের মাবনঢাল হিসেবে ব্যবহার করে বাঙালিদের রেকর্ডীয় ভূমি জোরপূর্বক দখল করে বসতবাড়ি তৈরি করে দিয়ে দখল করে নিচ্ছে এবং ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাঙালিদের যেতে বাধা দিচ্ছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ