হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ত্রাণ আনতে গিয়ে বৃদ্ধার মৃত্যু 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে ত্রাণ নিতে গিয়ে জহুরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এলাকার হত দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণের আয়োজন করা হয়। সকাল থেকেই স্কুলের মাঠে জড়ো হতে থাকেন হাজার হাজার নারী-পুরুষ। দুপুরে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় দীর্ঘ লাইনে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা জহুরা খাতুন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

জহুরা খাতুন কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মোনাফের স্ত্রী। তার চার ছেলে ও তিন মেয়ে আছেন। 

জহুরা খাতুনের মেজ ছেলে মাহবুবুল হক জানান, তাঁর মা ত্রাণ সামগ্রী নিতে সকাল ১১টার দিকে স্কুল মাঠে যান। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কড়া রোদের মধ্যে দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার সময় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল