হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে হেবজু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেবজু মিয়া উপজেলার ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রামের শাহ আলমের ঘর থেকে মঙ্গলবার একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনায় তাঁরা প্রতিবেশী হেবজু মিয়াকে সন্দেহ করে। বিষয়টি জানাজানি হলে রাতে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয় পক্ষে ঝগড়া হয়। একপর্যায়ে শাহ আলম ও তাঁর স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙা চৌকাঠ দিয়ে বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় তন্তরবাজার মাতৃসদন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা