হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় চিংড়িঘের দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখলচেষ্টার অভিযোগে অস্ত্র, গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মকবুলাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানকের কেরুনতলীর আকতার হোছাইন (৪২), কালারমারছড়া মিজ্জির পাড়ার জয়নাল আবেদীন (৪২), সদরের ভারুয়াখালীর নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯) ও কালারমারছড়ার নুনাছড়ির নুরুল আমিন (৩৮)।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব খবর পায় অস্ত্রধারী একদল ডাকাত চিংড়িঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে মকবুলাবাদ এলাকায় অবস্থান করছে। গতকাল সোমবার রাতে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। বিষয়টি টের পেয়ে পালানোর সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। পরে তল্লাশি করে আকতার হোছাইনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ঘর থেকে চারটি একনলা বন্দুক ও ৯৮ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে চিংড়িঘের ও লবণের মাঠ দখলে জড়িত। তাদের বিরুদ্ধে গোলাগুলি, মারামারি, হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র কেনা-বেচা, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। স্থানীয় কিছু দখলবাজ সন্ত্রাসীর হয়ে তারা চিংড়িঘের দখলে ভাড়া খাটে। চিংড়িঘের দখল ও তাদের অপরাধের নেতৃত্ব দেয় আকতার হোছাইন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত