হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় চিংড়িঘের দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখলচেষ্টার অভিযোগে অস্ত্র, গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মকবুলাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানকের কেরুনতলীর আকতার হোছাইন (৪২), কালারমারছড়া মিজ্জির পাড়ার জয়নাল আবেদীন (৪২), সদরের ভারুয়াখালীর নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯) ও কালারমারছড়ার নুনাছড়ির নুরুল আমিন (৩৮)।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব খবর পায় অস্ত্রধারী একদল ডাকাত চিংড়িঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে মকবুলাবাদ এলাকায় অবস্থান করছে। গতকাল সোমবার রাতে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। বিষয়টি টের পেয়ে পালানোর সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। পরে তল্লাশি করে আকতার হোছাইনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ঘর থেকে চারটি একনলা বন্দুক ও ৯৮ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে চিংড়িঘের ও লবণের মাঠ দখলে জড়িত। তাদের বিরুদ্ধে গোলাগুলি, মারামারি, হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র কেনা-বেচা, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। স্থানীয় কিছু দখলবাজ সন্ত্রাসীর হয়ে তারা চিংড়িঘের দখলে ভাড়া খাটে। চিংড়িঘের দখল ও তাদের অপরাধের নেতৃত্ব দেয় আকতার হোছাইন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি