হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দেড় ঘণ্টায় এক কেন্দ্রে ভোট পড়েছে ১৩টি

লক্ষ্মীপুর প্রতিনিধি

তৃতীয় ধাপে চলছে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন পরিষদ। শহরের লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১৩টি। এর মধ্যে একটি বুথে পড়েছে মাত্র একটি ভোট। অথচ এই কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন ভোটার রয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশুতোষ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। 

একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাউছার আলম এ তথ্য জানান। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৪৫ জন। 

এদিকে শহরের এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, বাংগা খাঁ উচ্চবিদ্যালয়, পালপাড়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে নারী ভোটার কিছু থাকলেও পুরুষ ভোটার রয়েছেন হাতে গোনা। ভোট শুরুর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ভোটার এলেও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। 

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন ভোটার রয়েছেন। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ বি সিদ্দিক বলেন, প্রতি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। চার প্লাটুন বিজিবি ও র‍্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। 

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত