হোম > সারা দেশ > কক্সবাজার

খালেদা জিয়ার পেট্রল বোমার কথা জনগণ ভোলেনি: হানিফ

কক্সবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানবতাবাদী নেতা বিশ্বে বিরল মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া পেট্রল বোমা মেরে মানুষ হত্যা ঘটনা জনগণ ভোলেনি। মির্জা ফখরুলরা কীভাবে খালেদাকে গণতন্ত্রের মা বলে বুঝে আসে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘২০১৫ সালের ৯৩ দিনের কথিত হরতাল মানুষ বয়কট করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে খালেদা মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। খালেদাকে এ দেশের জনগণ কখনো গ্রহণ করবে না।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এর জন্য কক্সবাজারের গ্রাম-মহল্লায় আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পৌঁছাতে হবে। এ দায়িত্ব পালন করবেন ওয়ার্ডে পর্যায়ের নেতা-কর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা প্রশান্ত ভুষণ বড়ুয়া, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।

সভায় আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর সফল করতে নানা নির্দেশনা দেওয়া হয়। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল