হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামী-স্ত্রী পরিচয়ে যুবকের সঙ্গে হোটেলে ওঠার পরদিন নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে লিপি আক্তার (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। গতকাল রোববার নগরের বহদ্দারহাট এলাকার হোটেল গুলজারে এই ঘটনা ঘটে। 

নারীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। 

আবাসিক হোটেল সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় নিহত নারী নিজেকে লিপি পরিচয়ে ফরহাদ (২৫) নামের এক যুবকের সঙ্গে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তদারকি করতে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা দেখে চান্দগাঁও থানা-পুলিশকে এ বিষয় জানায়। 

এসআই মোমিনুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

মোমিনুল হাসান আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ওই নারীর সঙ্গে হোটেলটিতে ওঠা ফরহাদ নামের এক যুবককে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। 

হোটেলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত ৩টায় ফরহাদ হোটেলের ভাড়া নেওয়া হোটেল কক্ষের বাইরে পায়চারি করছিলেন। পরে হোটেলের ছাঁদে উঠে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পুলিশের একটি সূত্র জানায়, নিহত নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তাঁর এক মেয়ে সন্তান রয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির