হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিকা নিতে আসা লোকজনকে গোলাপে বরণ, নাশতার প্যাকেট দিয়ে বিদায়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সকালে টিকা নিতে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের গণটিকাদান কেন্দ্রে আসেন দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী দিনেশ দাস। টিকাদান কেন্দ্রে প্রবেশের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। টিকা নেওয়ার পর তাঁকে পানীয় জলের বোতল, জুস ও উন্নতমানের নাশতার প্যাকেট দেন।

শুধু দিনেশ দাস নন, উপজেলার এ টিকা কেন্দ্রে আসা বিভিন্ন বয়সের প্রতিটি নারী-পুরুষকে কেন্দ্রে আসার পর ফুল দিয়ে বরণ করা হয়েছে। পাশাপাশি টিকা শেষে সবাইকে পানীয় জলের বোতল, জুস ও উন্নতমানের নাশতার প্যাকেট দেওয়া হয়। এ ছাড়া টিকা গ্রহীতার সঙ্গে আসা শিশুদের হাতে চকলেট ও চিপস তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনকে ঘিরে চালানো গণটিকার কার্যক্রমে ব্যতিক্রমী এ উদ্যোগ চালু করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান টিকা কেন্দ্রে আসা লোকজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ টিকা নিতে আসা মানুষের মাঝে উৎসাহের সৃষ্টি করেছে। সকাল ৯টা থেকে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের নির্ধারিত ১০টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি টিকাদান কেন্দ্রে চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল