হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিকা নিতে আসা লোকজনকে গোলাপে বরণ, নাশতার প্যাকেট দিয়ে বিদায়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সকালে টিকা নিতে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের গণটিকাদান কেন্দ্রে আসেন দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী দিনেশ দাস। টিকাদান কেন্দ্রে প্রবেশের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। টিকা নেওয়ার পর তাঁকে পানীয় জলের বোতল, জুস ও উন্নতমানের নাশতার প্যাকেট দেন।

শুধু দিনেশ দাস নন, উপজেলার এ টিকা কেন্দ্রে আসা বিভিন্ন বয়সের প্রতিটি নারী-পুরুষকে কেন্দ্রে আসার পর ফুল দিয়ে বরণ করা হয়েছে। পাশাপাশি টিকা শেষে সবাইকে পানীয় জলের বোতল, জুস ও উন্নতমানের নাশতার প্যাকেট দেওয়া হয়। এ ছাড়া টিকা গ্রহীতার সঙ্গে আসা শিশুদের হাতে চকলেট ও চিপস তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনকে ঘিরে চালানো গণটিকার কার্যক্রমে ব্যতিক্রমী এ উদ্যোগ চালু করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান টিকা কেন্দ্রে আসা লোকজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ টিকা নিতে আসা মানুষের মাঝে উৎসাহের সৃষ্টি করেছে। সকাল ৯টা থেকে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের নির্ধারিত ১০টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি টিকাদান কেন্দ্রে চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু