হোম > সারা দেশ > কক্সবাজার

হজ, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না: ধর্ম উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

আজ শুক্রবার কক্সবাজার শহরের কাছারি পাহাড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুকিং করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে।

আজ শুক্রবার কক্সবাজার শহরের কাছারি পাহাড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, তিন দিনের মধ্যে বিমানের টিকিট ইস্যু না করলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিন গুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহার করতে হবে।

মডেল মসজিদ প্রকল্পে কোনো বিদেশি অর্থায়ন নেই জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।

কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, বহুমুখী সুবিধাসংবলিত চারতলাবিশিষ্ট মডেল মসজিদের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টাকা। এখানে গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কার্যালয়, নামাজের মূল স্থান, ইসলামি গবেষণা কেন্দ্র, ইসলামি গ্রন্থাগার, সম্মেলনকক্ষসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি